চুনারুঘাটে বিজিবি ও ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক
![](https://jago.news/images/icon.png)
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২০, ১২:২৬ পূর্বাহ্ণ![](https://jago.news/wp-content/uploads/2020/06/cunarughat-scaled.jpg)
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ভারত থেকে চোরাই পথে আনা মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী বিবিজিএম,পিবিজিএমএস জানান,
১১ জুন রাত সাড়ে এগারো ঘটিকায় ৫৫ ব্যাটালিয়নের বাল্লা বিওপির হাবিলদার মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকা মেইন পিলার ১৯৬৪/৪-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে দিঘীরপাড় নামক স্থান হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ কেজি ভারতীয় গাঁজা, ০১ টি মোটর সাইকেল (হেলমেট সহ), ০৩ টি মোবাইল ও বিয়াল্লিশ হাজার তিনশ সাতষট্টি নগদ টাকাসহ উপজেলার দেওরগাছ গ্রামের মৃত মতিউর আলীর পুত্র মোঃ আলী (৩৩) ও ইনাতাবাদ গ্রামের আবুল কালামের পুত্র মোঃ সুমন মিয়া (২৮)কে আটক করেন।
আটককৃত মাকদ্রব্যের ও মালামালের আনুমানিক মূল্য ২,০৭,৮৬৭/- (দুই লক্ষ সাত হাজার আটশত সাতষট্টি) টাকা।
আটককৃত আসামীকদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে যার মামলা নং-৬৭ তারিখ ১২ জুন ২০২০।
অপরদিকে একই দিনে রাত পৌনে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লাতুরগাও ও বড়াব্দা সড়কে এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে অভিযান চালান একদল ডিবি পুলিশ। এ সময় তারা পলিথিনে মোড়ানো দুই কেজি গাঁজাসহ শাহিন মিয়া (৪১) নামের একজনকে গ্রেফতার আটক করেন। শাহিন মিয়া উপজেলার বড়াব্দা গ্রামের সালেহ উদ্দিনের পুত্র। শাহীনের সঙ্গে থাকা অপর ব্যবসায়ী উপজেলার লাতুর গাও গ্রামের আব্দুর রশিদের পুত্র শাহেদ আলী (৪০) পালিয়ে যায়।
![](https://jago.news/wp-content/uploads/2024/02/WEB.png)