চুনারুঘাটে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হলেন আকল

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২০, ১:২৯ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাটে সুতাং নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে আকল মিয়া নামে এক ব্যক্তি পানিতে তলিয়ে মারা গেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা খোজাখুজি করে নদী থেকে তার মৃত দেহ উদ্বার করে।
মঙ্গলবার (৯ জুন) সকালে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের পার্শ্ববর্তী সুতাং নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আকল মিয়া উপজেলার সাদেকপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে।
জানা যায় মঙ্গলবার সকালে আকল মিয়া পার্শবর্তী সুতাং নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় নদীতে তার জাল কিসে যেন আটকে যায়। জাল ছাড়াতে নদীতে ডুবে দেন আকল মিয়া। অনেক সময় অতিবাহিত হওয়ার পরও পানি থেকে না উঠায় তার সাথে মাছ ধরার লোকজন খোজা খুজি করেও সন্ধান পায়নি।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী নদীতে দীর্ঘ সময় অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে আকল মিয়ার মরদেহ উদ্বার করে।
শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক তরফদার সবুজ ঘটনাটির সতত্যা নিশ্চিত করে ‘‘জাগো নিউজ’’কে বলেন ইউনিয়ন পরিষদের মেম্বার জাহির মিয়ার বড় ভাই আকল মিয়া সকালে সুতাং নদীতে মাছ ধরতে গিয়ে নিখোজ হয়।
ফায়ার সার্ভিসের মাধ্যমে তার লাশ উদ্ধার করা হয়।
