চুনারুঘাটে ডক্টরস হেলথ সেফটি বুথ.ব্লু কর্ণার’র উদ্বোধন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২০, ৭:১০ অপরাহ্ণচুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সুরক্ষার জন্য নির্মিত ডক্টরস হেলথ সেফটি বুথ, ফ্লু কর্নার এবং হাসপাতালে আগত সাধারণ রোগীদের জন্য নির্মিত হাত ধৌতকরণ বেসিন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এসময় তিনি হাসপাতলে চিকিৎসকদের বিভিন্ন চিকিৎসা সামগ্রী, ৫টি অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালে রোগীদের সুবিধার্থে ১০ টি ফ্যান বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌরসভার মেয়র মো: নাজিমউদ্দিন শামসু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোজাম্মেল হোসেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আরএমও। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।