চুনারুঘাটে গাঁজাসহ বিজিবির হাতে মাদক ব্যবসায়ী আটক
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২০, ১১:৪১ অপরাহ্ণহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজার নামকস্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ান গুইবিল বিওপির কমান্ডার নায়েব সুবেদার বোরহান উদ্দিন ‘‘জাগো নিউজ’’কে জানান, (৮ জুন) সোমবার বিকাল পৌনে পাঁচটায় বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদ এর ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় নায়েক আবুল হোসেন এর নেতৃত্বে একদল বিজিবি। এ সময় তারা আধা কেজি গাঁজাসহ উপজেলার হাপটার হাওর গ্রামের জালাল উদ্দিনের পুত্র সোহাগ মিয়া (২৮)কে জনসম্মুখে আটক করেন। সোহাগের নামে আরো একটি মাদক মামলা রয়েছে। আটককৃত সোহাগের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।