গ্রিসে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটলো দূতাবাস
গ্রিস করেসপন্ডেন্ট, জাগো.নিউজ
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৪, ৮:৪০ অপরাহ্ণগ্রিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। ১৭ই মার্চ সকালে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়।
এরপর গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে দূতাবাস প্রাঙ্গনে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয়ে শিশু কিশোরদের চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও শিশু-কিশোরদের নিয়ে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়।
শেষে শেখ মুজিবুর রহমানের মহতী জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগমের পরিচালনায় বক্তব্য দেন দূতাবাসের মিনিষ্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামীলীগের সভাপতি মান্নান মাতব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, শিক্ষার্থী আরিফ হোসেন প্রমুখ। পরে শিশু-কিশোরদের চিত্রাংকন ও খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়। ইফতার মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
এর আগে প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় পাঁচজন সাংবাদিকের সাথে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন রাষ্ট্্রদূত আসুদ আহমদ। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন- বাংলা টিভির গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী, আর টিভির গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, এসএ টিভির প্রতিনিধি কামরুজ্জামন ভূইয়া ডালিম, ডিবিসি নিউজের গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না, যমুনা টিভির প্রতিনিধি নিরব আহমদ রুমন।
বঙ্গবন্ধুর জন্ম দিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।