সিলেটের গোলাপগঞ্জে এখলাছপুর এলাকায় ৩৬ বোতল ফেন্সিডিল ও ৯৬ পিস ইয়াবাসহ মউজ উদ্দিনকে (৪২) নামে এক মাদক ব্যবসায়কে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত মউজ উদ্দিন এখলাছপুর এলাকার মৃত মকবুল আলীর ছেলে। গ্রেফতারের পর র্যাব বাদী হয়ে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।
রবিবার (২৩ আগস্ট) পুলিশ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে শনিবার (২২ আগস্ট) র্যাব তাকে গ্রেফতার করে।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।