গাবদেব ক্রিকেট টুর্নামেন্টে পানিউমদা বিজয় ক্লাব চ্যাম্পিয়ন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৩:২২ পূর্বাহ্ণ
নবীগঞ্জ উপজেলার গজনাপুর ইউনিয়নের গাবদেব স্বাধীন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ ফাইনাল ম্যাচে পুর্ব দেবপাড়া ফ্রেন্ডস ক্লাব-কে ৭৫ রানে হারিয়ে পানিউমদা বিজয় ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
গত বুধবার গাবদেব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এই জমজমাট আসরের দিনারপুর অঞ্চলের গাবদেব মাঠে ১৭ বছর ধরে চলে আসছে T-15 ক্রিকেট টুর্নামেন্টের আসর টসে হেরে ১ম ইনিংসে ব্যাট করতে নামে বিজয় ক্রিকেট ক্লাব। ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং এ ২৩২ রানের পাহাড় সম টার্গেট দাড় করে পুর্ব দেবপাড়া ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবের জন্য ২৩৩ রানের টার্গেট তাড়া করতে নেমে বিজয়ের বোলারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ফ্রেন্ডস ক্লাব ১৫৮ রানেই অল আউট হলে ৭৫ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পানিউমদা বিজয় ক্রিকেট ক্লাব।
ম্যাচ শেষে, বিজয় ক্রিকেট ক্লাব সভাপতি ডিএসবি আব্দুল মোহাইমিন চৌধুরী এক সাক্ষাৎকারে জাগো নিউজকে বলেন,, বিজয় ক্রিকেট ক্লাব, দিনারপুর পরগনার ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে কাজ করছে এবং সামনেও তা অব্যাহত থাকবে। নবীগঞ্জ উপজেলার অন্যতম সেরা লীগ, পানিউমদা সুপার লীগ- থেকে প্রতি বছর অনেক প্লেয়ার বের হয়ে আসছেন যারা নবীগঞ্জের প্রত্যান্ত অঞ্চলে ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন। খুব শীঘ্রই ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে দিনারপুর পরগনায় ক্রিকেটের বলের খেলার প্রচলন শুরু করবেন বলে আশ্বাস প্রদান করেন ।বিজয় ক্রিকেট ক্লাবের সাবেক দলীয় অধিনায়ক মোঃ সাদেক বলেন, পানিউমদা বিজয় ক্রিকেট ক্লাব প্রতিনিয়তই উন্নতি করছে ক্লাবের এ অর্জনে তিনি কৃতজ্ঞতা করেন, এসময় গ্যালারিতে উপস্থিত ছিলেন
ক্লাব সভাপতি আব্দুল মোহাইমিন বাবু, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, বিজয়ের দলীয় অধিনায়ক আতাউর ও দলের সকল খেলোয়াড়, সদস্য, উপদেষ্টা, সমর্থক ও সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি।
ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

