Logo

গজল নিয়েই ব্যস্ত সময় পার করছেন সৌরভ (ভিডিওসহ)

করেসপন্ডেন্ট,নবীগঞ্জ
জাগো নিউজ : শুক্রবার, নভেম্বর ১৩, ২০২০

image_pdfimage_print

সৌরভ আহমেদ। ছোট বেলা থেকেই ইসলামী সংগীতের প্রতি ছিল ভালবাসা। এলাকায় কোন ওয়াজ মাহফিল হলেই গজল পরিবেশন করতেন । নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের তরুণ সৌরভ আহমেদ এখন গজল নিয়েই ব্যস্ত সময় অতিবাহিত করছেন। অংশগ্রহন করছেন বিভিন্ন সংগীত প্রতিযোগিতায়।

বিভিন্ন ইসলামী সংগীতের ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও ইউটিউবে প্রচার করেও বেশ প্রশংসিত হচ্ছেন। তার গজলে রুচিশীল শ্রোতারা আপ্লুত। তার মায়াবী কণ্ঠের মায়াজালে বন্দি হয়েছে বহু সংগীত প্রেমী। সৌরভ আহমেদ সবুজ মিনার ইসলামী শিল্পী গুষ্টি ইনাতগঞ্জের নির্বাহী পরিচালক।  সৌরভের স্বপ্ন বড় একজন ইসলামী সংগীত শিল্পী হওয়ার।

সৌরভ আহমেদ জনান, একটি নাতে রাসূলের শানে গজল গেয়ে ইসলামী সংগীত জীবনে যাত্রা শুরু। এর পর একে একে অসংখ্য গজল পরিবেশন করেন এবং তা ব্যাপক প্রশংসিত হয়েছেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !