কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে ফের বাংলাদেশি নিহত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২০, ৫:০০ অপরাহ্ণসিলেট সীমান্তে ফের ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির দাবি, বাবুল হোসেন নামের ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে ঢুকে খাসিয়াদের বাগান থেকে আনারস চুরি করতে গিয়ে মারা গেছেন।
নিহত বাবুল কোম্পানীগঞ্জ উপজেলার লামাবাজার গ্রামের আমির হোসেনের ছেলে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন বাবুল মিয়ার সাথে থাকা একই গ্রামের চান মিয়ার ছেলে কয়েস মিয়া। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এনিয়ে গত দুই মাসে সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও খাসিয়াদের গুলিতে বাংলাদেশি পাঁচ নাগরিক মারা গেলেন।
সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, শনিবার দুপুরে বাবুল ও কয়েস আনারস চুরি করতে অবৈধভাবে ভারত সীমান্তে প্রবেশ করেন। এসময় ভারতীয় খাসিয়ারা গুলি করলে বাবুল হোসেন মারা যান এবং গুলিবিদ্ধ অবস্থায় কয়েস মিয়া পালিয়ে আসেন। বর্তমানে কয়েস পলাতক রয়েছে।