কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস : এমপি আবু জাহিরকে নবীগঞ্জ আওয়ামী লীগের শুভেচ্ছা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৬ পূর্বাহ্ণহবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপিকে ফুলেল তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদের নেতৃত্বে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুল কাদির প্রমূখ।