কামরানের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২০, ২:৩৪ অপরাহ্ণকরোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
এজন্য তাকে ঢাকায় নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি অবগত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কামরানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
কামরানের জন্য তিনি ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেয়া হবে।
ইতোমধ্যে কামরানকে নিতে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওয়ানা করেছে। ঘন্টা খানেকের মধ্যে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়া হবে।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে তার পারিবারিক সূত্র। পরিবারের পক্ষ তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। বদর উদ্দিন আহমদ কামরান বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে শুক্রবার তিনি করোনা আক্রান্ত শনাক্ত হন। পরে শনিবার তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে নেয়া হয়। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বদর উদ্দিন আহমদ কামরানের করোনা শনাক্ত হয়। শারীরিক অস্থার অবনতি হলে তাকে শনিবার শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।