কান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ২৯ জনের মাঝে চেক বিতরণ করলেন এমপি মিলাদ গাজী

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২১, ৩:০১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ক্যান্সার,কিডনি, প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ২৮ জনকে ১১ লক্ষ ১০ হাজার টাকার চেক প্রদান করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
সোমবার দুপুরে সংসদ সদস্যের বাস ভবনে এসব চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আউশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিলাওর হোসেন,নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,বাহুবল উপজেলা আওয়ামী লীগ নেতা আয়াত আলী, শাহ রিয়াজ নাদির সুমন, নোমান আহেমদ আব্দুল কালামসহ আরও অনেকেই।

