Logo
শিরোনাম :

করোনা পজিটিভ মৌসুমী : নেগেটিভ সানী 

স্টাফ করেসপন্ডেন্ট / ১৩০ বার পঠিত
জাগো নিউজ : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

ছেলে ফারদিনের বিয়েকে কেন্দ্র করে করোনার সংক্রমণ ঘটে সানী-মৌসুমীর ঘরে। সংক্রমিত হয় এই তারকা দম্পতির স্বজনদের শরীরেও। গেল ক’দিন সন্দেহ থাকলেও গেল রাতে পজিটিভ ফলাফল হাতে পাওয়ার পর বিষয়টি এখন নিশ্চিত।

শনিবার (৩ এপ্রিল) দিনে নমুনা পরীক্ষার জন্য দেন সানী পরিবারের সবাই। দিবাগত মধ্যরাতে করোনা পজিটিভ ফল হাতে পান মৌসুমী, তার ছেলে ফারদিন, পুত্রবধূ আয়েশাসহ পরিবারের আরও কয়েকজন সদস্য। একমাত্র ওমর সানীর ফলাফল নেতিবাচক এসেছে।

রবিবার সকালে ওমর সানী গণমাধ্যমকে বলেন, ‌‘গেল ক’দিন নানা উপসর্গের পর গতকাল নমুনা পরীক্ষা করতে দিয়েছি সবাই। রাতে রেজাল্ট পাই। আমি ছাড়া পরিবারের সবাই পজিটিভ। নেগেটিভ হয়েও শান্তি পাচ্ছি না। কারণ, পরিবারের চিন্তা তো করতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সাফা দান করেন।’

ধারনা করা হচ্ছে, ২৬ মার্চের একমাত্র ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা করার সূত্র ধরেই পুরো পরিবারে এই ভাইরাসটি সংক্রমিত হয়েছে। জানা গেছে, সানী পরিবারের বাইরে কয়েকজন স্বজনের ফলাফলও পজিটিভি এসেছে।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !