করোনায় নতুন করে আরও ৩৯জনের প্রাণহানি
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২০, ১২:৩০ অপরাহ্ণগত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৯৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন।
এই সময়ে দেশে একদিনে ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩০৬ জন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এছাড়া এই সময়ে আরও ২ হাজার ৭৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।