করোনায় আক্রান্ত কামরান
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২০, ৯:১৬ পূর্বাহ্ণকরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।
শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন।
বদর উদ্দিন আহমদ কামরান নিজেই এই তথ্য নিশ্চিত করে জানান, তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।
এরআগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হন।
কামরান জানান, স্ত্রীর করোনা শনাক্ত হওয়ায় বৃহস্পতিবার করেনা পরীক্ষার জন্য ওসমানীর ল্যাবে নমুনা জমা দেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।