করোনাভাইরাসে দেশে আরও ৩২ জনের প্রাণহানি
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২০, ১২:২৫ অপরাহ্ণবাংলাদেশে আরও ৩২ জনের মৃত্যু ঘটিয়েছে নতুন করোনাভাইরাস; শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬১১ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শনিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৫৬০টি।
২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৬১১ জন রোগীকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন।
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ কোটি ৯৩ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যায় ফ্রান্স, ইতালিকে ছাড়িয়ে বিশ্বে এখন পাকিস্তানের পরই পঞ্চদশ অবস্থানে রয়েছে বাংলাদেশ।
আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে দেশে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ২০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জনে।
২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যুতে দেশে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৫ জনে।
করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৭ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যায় বাংলাদেশের অবস্থান ২৯তম।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছিল তিন মাস পর গত ১৮ জুন; তার ঠিক এক মাস পর ১৮ জুলাই তা ২ লাখ ছাড়ায়।
এর পরের নতুন ৫০ হাজার রোগী শনাক্তে সময় লাগে ২০ দিন। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম সংক্রমণ শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৮ জুলাই সেই সংখ্যা তিন হাজার স্পর্শ করে। এর মধ্যে ৩০ জুন এক দিনেই সর্বাধিক ৬৪ জনের মৃত্যু হয়।