ওসমানী মেডিকেলে অজ্ঞাত ব্যক্তির লাশ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২০, ১২:৪২ অপরাহ্ণসিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত এক পুরুষের লাশ রাখা আছে। অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৩৫-৪০।
৫ আগস্ট বিকেল ৩টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে গাড়ী পার্কিংয়ের পিছনে তিনি মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রওশন হাবিব অজ্ঞাতনামা পুরুষের লাশ মর্গে রেখে থানা পুলিশকে সংবাদ দিলে কোতোয়ালী মডেল থানার এসআই মো. আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে পৌছিয়া কোতোয়ালী মডেল থানার জিডি নং-৩০৭ তাং-০৬/০৮/২০২০খ্রিঃ মূলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং লাশের পূর্নাঙ্গ ঠিকানা জানার চেষ্টা করেন। কিন্তু উপস্থিত কেউ লাশের পূর্নাঙ্গ ঠিকানা দিতে পারেননি।
পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
যদি কেউ মৃতদেহটির পরিচয় জানেন তাহলে কোতোয়ালী মডেল থানার এসআই মো. আতিকুর রহমান (মোবাইল:-০১৭১৮-৩৩৭৪১২) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।