Logo

ওসমানীনগর থানা পুলিশের অভিযান : দুই সহোদরসহ গ্রেফতার ৩

করেসপন্ডেন্ট,ওসমানীনগর / ২২৫ বার পঠিত
জাগো নিউজ : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

সিলেটের ওসমানীনগর থানা পুলিশের অভিযানে পৃথক পৃথকস্থান থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামী শিপা বেগকে (৩৫) গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত শিপা বেগম ওসমানীনগর উপজেলার জায়ফরপুর গ্রামের মুহিত আহমদের স্ত্রী। একই রাতে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রাম থেকে পলাতক দুই সহোদরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের সুরুজ মিয়ার পুত্র নানু মিয়া (৩৮) নাজমুল মিয়া (৩৫)।

ওসমানীনগর থানার এস আই সুজিত চক্রবর্তী  জাগো নিউজ’কে ৩ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, শিপা বেগম সাজাপ্রাপ্ত ও দুই সহোদর পলাতক আসামী ছিলেন। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !