Logo

ওমর স্টোর ও এফ এম প্লাজার সত্ত্বাধিকারী ফুল মিয়া দাফন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
জাগো নিউজ : বুধবার, আগস্ট ২৬, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জ শহরের প্রধান ডাকঘর এলাকার ওমর স্টোর ও এফ এম প্লাজার সত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন (ফুল) মিয়া বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিুল্লাহি….. রাজিউন)। জানাযার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটের সময় উনার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর । তিনি স্ত্রী ও দুই ছেলে এবং ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনোগ্রাহী রেখে মারা যান। আজ সকাল ১০ টায়

শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ ও দ্বিতীয় জানাজার নামাজ উনার নিজ গ্রাম হুরগাওয়ে সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হুরগাওয়ে উনার নিজ বাড়িতে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !