এ সপ্তাহেই রিলিজ হচ্ছে “শ্যাম কলঙ্ক”
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২০, ৭:৪৯ অপরাহ্ণমাহমুদ মুরাদ এর কথা এবং অভিজিৎ জিতুর সুর ও সংগীতে এ সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী অংকনের নতুুন মৌলিক গান “শ্যাম কলঙ্ক” এ সপ্তাহেই রিলিজ হচ্ছে কাঙাল মিউজিক ইউটিউব চ্যানেল থেকে!
গান টি শ্রোতাপ্রিয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সবাই!গানটির মিউজিক ভিডিওর দৃশ্যায়ণ হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে!মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন!
গানটি শ্নোতাদের মনযোগ কাড়বে বলে আশা করছেন
সংশ্লিষ্ট জনেরা!