Logo
শিরোনাম :
মেয়ের সুস্থতা কামনায় দোয়া চাইলেন এমপি মিলাদ গাজী শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার নবীগঞ্জে নববধূকে ঘরে তোলা হলনা সুবেদের নবীগঞ্জে দলিল লিখক সমিতির সভাপতি রুহেলসহ ৪ জুয়াড়ি গ্রেফতার ৭ মার্চের ভাষণ ছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা – এমপি মিলাদ গাজী নবীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চক্ষু সেবা-ঔষধ দিল আইসিআরটি নবীগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত : বখাটের এক বছরের সাজা প্রতারণা মামলায় আউশকান্দি ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৫জন কারাগারে নবীগঞ্জ পৌরসভায় তিনদিন ব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহে এবার একসঙ্গে ৩ লাখ মুসল্লির নামাজ আদায়

জাগো নিউজ
জাগো নিউজ : রবিবার, জুলাই ১০, ২০২২

image_pdfimage_print

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাতে এবার একসঙ্গে প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন বলে দাবি করেছেন আয়োজকরা।

রোববার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় এ ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাসেমী।
নামাজে অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ বিভিন্ন স্তরের মুসল্লিরা।

নামাজের আগ থেকে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জেলা শহর ও ১৩টি উপজেলা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা নামাজে অংশ নিতে আসেন।

জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, ঈদের নামাজ অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এক হাজার জন অস্ত্রধারী পুলিশ সদস্য মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেন। মাঠের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।

নামাজ শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, পবিত্র ঈদুল ফিতরে এই মাঠে একসঙ্গে ছয় লক্ষাধিক মুসল্লি নামাজে অংশ নিয়েছিলেন। এবার আমরা আশা করেছিলাম প্রায় পাঁচ লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন। কিন্তু নামাজে তিন লাখের মতো মুসল্লি অংশ নিয়েছেন।

২০১৫ সালে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার নির্মাণের কাজ শুরু করা হয়। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছয়টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল। করোনাভাইরাসের কারণে ২০২১ ও ২০২০ সালে এই মাঠে নামাজ আদায় হয়নি।

২০১৯ সালে সর্বশেষ এই মাঠে নামাজ অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় মাঠে একসঙ্গে ছয় লাখ মুসল্লি নামাজ আদায় করেছিল বলে সেই সময় আয়োজকরা দাবি করেছিলেন।

জাগো নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !