এমপি হাজী সেলিমের ছেলেসহ দুজনকে ১ বছরের কারাদণ্ড

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২০, ৭:৩১ অপরাহ্ণ
পুরান ঢাকার (ঢাকা-৭) সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিম এবং তার সহযোগী জাহিদুল ইসলামকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এই কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের মুখপাত্র লে. ক. আশিক বিল্লাহ গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে তিনি বলেন, মাদক ও অবৈধভাবে ওয়াকিটকি রাখার অপরাধে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের দুজনকে একবছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ৎ
সোমবার দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চকবাজারের ২৬ নম্বর দেবীদাস ঘাট লেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫টি ওয়ারল্যাস এবিএস সিস্টেম ও ৪০টি ওয়াকিটকি সেট, একটি হ্যান্ডকাপ, একটি বন্দুক, বিদেশী মদের বোতল ও বিয়ার মদ উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
* হাজী সেলিমের ছেলে র্যাব হেফাজতে
