এমপি মিলাদ গাজীর ঈদ শুভেচ্ছা জ্ঞাপন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ণ

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে হবিগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি নিজের নির্বাচনী এলাকা নবীগঞ্জ-বাহুবল উপজেলাসহ হবিগঞ্জ জেলাবাবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
এছাড়া নবীগঞ্জ-বাহুবল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সকল জাতি ধর্মের সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি এ ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
এমপি মিলাদ গাজী বলেন- পবিত্র ঈদ-উল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।
সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দ টাকে ভাগাভাগি করার আহ্বান জানান তিনি । সেই সাথে সমাজের বৃত্তবানদের অসহায়-গরীবদের পাশে থাকার আহ্বান জানান।
তিনি- সমাজের ধনী-গরিব ধর্ম- বর্ণ- গোত্র জাতি- গোষ্ঠী- সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল আযহার খুশি ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জনান।

