Logo

এবার ঈদে শ্রোতাদের নতুন ১০টি গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

করেসপন্ডেন্ট
জাগো নিউজ : শনিবার, এপ্রিল ১৬, ২০২২

image_pdfimage_print

এটিএন বাংলার চ্যানেলের ঈদ আয়োজন যেনো এখন ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান ছাড়া কল্পনা করা যায় না। কারণ ঈদে তার একক গানের অনুষ্ঠান ইস্যু হয়ে উঠে স্রোতামহলে। টিআরপিতেও অন্যসব অনুষ্ঠানকে টেক্কা দিয়ে উপরে উঠে আসে তার গাওয়া একক গানের অনুষ্ঠান।

তাই বেশ কয়েক বছর ধরে প্রতি ঈদেই ড. মাহফুজুর রহমান একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হোন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

ইতোমধ্যে ঈদের গানের অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ। গানও রেকর্ড হয়ে গেছে বলে জানান ড. মাহফুজুর রহমান। ঈদের দিন রাত ১০ টা ৩০ মিনিটে প্রচার হবে এই অনুষ্ঠান।

এটিএন বাংলা সূত্রে জানা গেছে, এবার মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এর পরের বছরগুলোতে নিয়মিতই একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !