এটিএম সালাম অসুস্থ, দোয়া কামনা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২০, ২:৩২ অপরাহ্ণনবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গত রবিবার সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ৯১৯ নং কেবিনে ভর্তি হয়েছেন।
এর আগে গত ৯ জুলাই তিনি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন, পরে রবিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এটিএম সালামের পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন। রবিবার তিনি উন্নত চিকিৎসার জন্য সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। সুস্থতা কামনায় এটিএম সালাম পৌরবাসীসহ দেশ বিদেশের সকল শ্রেণী পেশার লোকজনের নিকট দোয়া কামনা করেছেন।