ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নবীগঞ্জে যুবকের উপর হামলা, গুরুতর আহত

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২১, ১১:৫৫ অপরাহ্ণ
ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কায়স্থগ্রামে এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ফরিদ আহমদ রাজু (৩২) নামের ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করেন ও পরবর্তীতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) আহত রাজুর বাড়ির সামনে রাস্তায় হামলার ঘটনা ঘটে। আহত ফরিদ আহমদ রাজু নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল আজিজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু সম্প্রতি সামাজিক ও ধর্মীয় বিষয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করছিলেন, বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন বলে অভিযোগ উঠে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং মঙ্গলবার মাগরিবের নামাজের পর স্থানীয় কিছু মুসল্লি তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।
এক পর্যায়ে রাজুর সাথে বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজিত মুসল্লিদের একটি অংশ তাকে মারধর করে। হামলার সময় পেছন থেকে লাঠি জাতীয় বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা রাজুকে উদ্ধার রাজু করেন ও পরবর্তীতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইন নিজের হাতে তুলে নেওয়া — কোনোটিই বরদাস্ত করা হবে না।”
এদিকে, এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

