ইউপি ভবনের প্রতিষ্ঠাতা দাবী করে নামফলক স্থাপন : সংবাদ প্রকাশের পর অপসারণ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২০, ১:৫৮ অপরাহ্ণ‘জাগো নিউজ’ এ সংবাদ প্রকামের পর হবিগেঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের নব- নির্মিত গেইটে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়া এর নামে ভবন প্রতিষ্ঠাতা দাবী করে টানানো নাম ফলক সরিয়ে ফেলা হয়েছে।
শনিবার সকাল থেকে এই নাম ফলক গেইটে আর দেখা যায়নি। বিতর্কিত এই নাম ফলক সরিয়ে ফেলায় এলাকায় স্বস্তির নিশ্বাঃস ফিরেছে জনসাধারনের মনে।
এদিকে একটি সূত্রে জানা যায়, বিতর্কিত এই নাম ফলক টানানো নিয়ে ‘জাগো নিউজ’ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। পরে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বিতর্কিত এই নাম ফলক দ্রুত সরিয়ে ফেলার জন্য ইউপি চেয়ারম্যান আশিক মিয়াকে নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে ফলকটি অপসারন করা হয়।
উল্লেখ্য যে ১৯৯৬ সালে আওয়ামিলীগ সরকার ক্ষমতায় আসার পরে সারা বাংলাদেশে স্থানীয় সরকারের অধীনে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের স্থায়ীভাবে ভবন নির্মানের উদ্যোগ গ্রহণ করে এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের ভবন নির্মিত হয় এদিকে হঠাৎ গ্রামীণ উন্নয়নের বরাদ্দে নব-নির্মিত গেইটে নিজের নামে ভবন প্রতিষ্ঠা দাবী করে একটি বিতর্কিত নাম ফলক টানান উক্ত পরিষদের চেয়ারম্যান আশিক মিয়া এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকার সর্বত্র চলে আলোচনা সমালোচনার ঝড়। এদিকে নাম ফলক সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করায় উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় ইউনিয়নের জনসাধারণ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সাথে যোগাযোগ করা হলে তিনি ‘জাগো নিউজ’কে জানান, ঘটনা জানার পর তাৎক্ষনিক ভাবে চেয়ারম্যান আশিক মিয়াকে ফলকটি সরানোর নির্দেশ দিলে শনিবার সকালেই তিনি অপসারন করেন।