Logo

ইউপি চেয়ারম্যানের নির্দেশে আ’লীগ নেতা কামাল খুন !

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : বুধবার, আগস্ট ৫, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জে চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা কামাল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাচাতো ভাই হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় ও মামলা পরিচালনা করার কারণে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের নির্দেশে আওয়ামী লীগ নেতা কামাল মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শেখ সেলিমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, ২০১৭ সালের বানিয়াচংয়ের ইসলাম উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় স্থানীয় বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনা করছিলেন নিহতের চাচাতো ভাই স্থানীয় আওয়ামীলীগ নেতা কামাল মিয়া। এর জের ধরেই গত ২২ জুলাই সন্ধ্যায় নবীগঞ্জের শিবগঞ্জ বাজারের কাছে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের নির্দেশে তাঁর লোকজন কামাল মিয়াকে খুন করে। এ ঘটনায় কামাল মিয়ার স্ত্রী রাজনা আক্তার বাদি হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ এপর্যন্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৬ আসামী হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

নিহত কামাল মিয়া বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের মৃত মন্নাফ মিয়ার ছেলে। তিনি বড়ইউরি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !