আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মুকিত চৌধুরীর গণসংযোগ অব্যাহত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ১১:০১ অপরাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে অব্যাহতভাবে গণসংযোগ করছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী।
শুক্রবার (৪ আগস্ট) সকালে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে গণসংযোগ করেন মোহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী। পরে তিনি কানাইপুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন এবং মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও দোয়া চান। এরপর তিনি কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত ও কুশল বিনিময় করেন।
এ প্রসঙ্গে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী “জাগো ডট নিউজ” কে বলেন- মানুষদের দ্বারে দ্বারে যাচ্ছি, খোঁজ-খবর নিচ্ছি, দুর্যোগকালীন সময় থেকে শুরু করে সবসময় জনগণের সুখে-দুঃখে আমি পাশে ছিলাম এখনো আছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবো, আশা করছি দল আমাকে মূল্যায়ন করবে।