আসন্ন ইউপি নির্বাচন : করগাঁও ইউনিয়নে প্রার্থী যারা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২০, ১১:০৪ অপরাহ্ণআগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গ্রামেগঞ্জে নির্বাচনী আমেজ শুরু হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনী হালচাল নিয়ে ‘‘জাগো নিউজ’’ এর ধারাবাহিক প্রতিবেদন এর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে আজ তুলে ধরা হলো ৭নং করগাঁও ইউনিয়ন এর হালচাল।
বিগত ২০১১ থেকে চেয়ারম্যান হিসেবে টানা ২ বার নির্বাচন হয়েছেন ছাইম উদ্দিন। সবশেষ নির্বাচনেও শক্ত প্রতিদ্বন্দ্বি ছিলেন নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা। এই দুই শক্ত প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন-পুরাতন বিভিন্ন প্রার্থীর নাম উঠে আসছে। মাঠে ময়দানে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন প্রার্থীরা। এই ইউনিয়নে প্রায় ৪১ হাজার লোকের বসবাস। এর মধ্যে ভোটার সংখ্যা প্রায় ২১ হাজারের মতো।
স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, ইতোপূর্বে ওই পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন: বাবু লাবন্য কুমার চৌধুরী, বাবু ডা. কুটিশ্বর দাশ, বাবু নিবারন চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী, মোঃ আব্দুর রউফ, বাবু সুকুমার দাশ, ছাইম উদ্দিন।
সর্বশেষ ২০১৬ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৭নং করগাঁও ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী ছাইম উদ্দিন ধানের শীষ প্রতীকে ৭৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্মলেন্দু দাশ রানা পেয়েছেন নৌকা প্রতীকে ৭২৩১ ভোট পান। মাত্র ৩৩১ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী ছাইম উদ্দিনের কাছে পরাজিত হন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নির্মলেন্দু দাশ রানা।
আসন্ন নির্বাচনে এবার নতুন-পুরাতন প্রার্থী হিসেবে সম্ভাব্য যাদের নাম শুনা যাচ্ছে:- বর্তমান চেয়ারম্যান ছাইম উদ্দিন, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, আওয়ামীলীগ নেতা ভানু লাল দাশ, মাওলানা সোয়েব আহমেদ, আওয়ামীলীগ নেতা আলতাব হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাব উদ্দিন (শান্তি),ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান,ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কদ্দুস সাগর, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন।
উপরোল্লিখিতদের বাহিরেও আরো অনেক দেশী-প্রবাসী প্রার্থীদের নাম শুনা যাচ্ছে। কেউ কেউ প্রকাশ্যেই প্রচারণা করছেন আবার অনেকেই গোপনে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
পর্ব-১০ আসন্ন ইউপি নির্বাচন : করগাঁও ইউনিয়নে প্রার্থী যারা
পর্ব-৯ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন : প্রবাসী অধ্যুষিত কুর্শি ইউনিয়নে প্রার্থী যারা
পর্ব-৮ আসন্ন ইউপি নির্বাচন : আউশকান্দি ইউনিয়নে আলোচনায় যারা !
পর্ব-৭ আসন্ন দীঘলবাক ইউনিয়ন পরিষদ নির্বাচন : আলোচনায় যারা !
পর্ব-৬ আসন্ন নির্বাচনে ইনাতগঞ্জ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী যারা !
পর্ব-৫ আসন্ন নির্বাচনে ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নানা প্রতিশ্রুতি
পর্ব-৪ নবীগঞ্জে ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে আলোচনায় যারা
পর্ব-৩ দেবপাড়া ইউপি নির্বাচনী হালচাল : আলোচনায় যারা
পর্ব-২ গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের ছড়াছড়ি : আলোচনায় যারা
পর্ব-১ আসছে নির্বাচনে নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নে প্রার্থী যারা