আসছে লাভলী দেব এর নতুন গান

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২০, ১২:১৫ অপরাহ্ণ
আগামী ১৮ জুন রিলিজ হচ্ছে জনপ্রিয় শিল্পী লাভলী দেব এর নতুন গান ‘ বন্ধু আইও আইওরে বন্ধু’। করোনার মাঝে এই কঠিন পরিস্থিতিতে শ্রোতাদের মনে আনন্দ দিতে তিনি এই গানটি করেছেন। গানটি ‘জ্ঞানের সাগর’ খ্যাত মরমী গীতিকবি, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাউলসাধক দুর্বিন শাহর অন্যতম জনপ্রিয় একটি গান। বন্ধু আইও আইওরে বন্ধু শিরোনামের এই গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়। প্রোটিউনের ফোক ফিফটি প্রজেক্ট এর গানটি ভিডিও মিউজিক হিসেবে প্রোটিন এর নিজস্ব ইউটিউব চ্যানেল studio protunebd থেকে রিলিজ করা হবে।
এই গান প্রসঙ্গে শিল্পী লাভলী দেব জাগো নিউজকে জানান- মরমী গীতিকবি দুর্বিন শাহর লেখা এই গানটি অনেক আগেই রেডি ছিল। করোনা পরিস্থিতিতে লকডাউনের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে গানটি কয়েকবার গেয়েছেন। গানটি গেয়ে শ্রোতাদের ব্যাপক সাড়া পাওয়ায় মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হচ্ছে।
এই গান সর্ম্পকে লাভলী দেব বলেন, কীভাবে বন্ধুর বাড়ি যেতে হবে, কী কী খাওয়াবে, কী কী ঘটবে সবকিছুই বলা হয়েছে এই গানের মাঝে। করোনা পরিস্থিতির মাঝে এখন যেহেতু কেই কারো বাড়িতে যেতে পারছেন না, তাই এই গানের মাধ্যমে ভার্চুয়ালি বা কল্পনায় প্রিয়জনের বাড়ি থেকে ঘুরে আসা যাবে। লাভলী দেব বলেন, সিলেট অঞ্চলের একটি জনপ্রিয় কয়েকটি গানের মধ্যে এই গানটিও অন্যতম। আমি আশাবাদী গানটি শোনে করোনাকালে ঘরে থাকা সবাই বিনোদন পাবেন।
