Logo

আশিকের নতুন গান ‘তোমার করে নিলে না’

বিনোদন ডেস্ক
জাগো নিউজ : মঙ্গলবার, মে ১৭, ২০২২

image_pdfimage_print

২০০৮ সালে ‘চ্যানেল আই: সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে জায়গা করে নেন সিলেটের হবিগঞ্জের ছেলে সৈয়দ আশিকুর রহমান আশিক। এরপর থেকে দেশ-বিদেশে টানা স্টেজ শোর পাশাপাশি নিয়মিত নতুন গানও প্রকাশ করে যাচ্ছেন তিনি।

বিশেষ করে ইউটিউবে এখন বেশ জনপ্রিয় আশিক। ইউটিউবে তার চ্যানেল ‘আশিক গ্যালারি’ দারুণ সাড়া জাগিয়ে পূর্ণ করেছে ৭ লাখ সাবস্ক্রাইবার। বর্তমানে চ্যানেলটি সাবস্ক্রাইবার ৭ রাখ ২০ হাজারের বেশি।

নিজ চ্যানেল থেকে আজ (১৭ মে) সন্ধ্যায় আশিক উন্মুক্ত করলেন নতুন গান-ভিডিও ‘তোমার করে নিলে না’। লোক ধাঁচের এই গানটির কথা লিখেছেন মাহমুদুর রহমান। সুর করেছেন আলী আফসার সায়েন। সংগীতায়োজনে আশিক।

উল্লেখ্য, বাউল শাহ আবদুল করিমের গানই আশিকের প্রাণ। ১৬ বছর ধরে এই বাউলের গান চর্চা করছেন তিনি। সংগীতপ্রিয় মানুষ তার কণ্ঠে করিমের গান সাদরে গ্রহণও করেছেন। তবে সময়-সুযোগ বুঝে মৌলিক লোক গানও প্রকাশ করে থাকেন এই গায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !