আ’লীগ নেতা তোফায়েল এর অর্থায়নে উপজেলা পরিষদে জীবাণুনাশক টানেল স্থাপন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২০, ৯:৫৭ অপরাহ্ণকরোনা পরিস্থিতিতে গজনাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা শাহ তোফায়েল আহমেদ এর ব্যক্তিগত অর্থায়নে নবীগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
এর ফলে বাইরে থেকে উপজেলা পরিষদে আসা লোকজন টানেলের মধ্যে প্রবেশ করলেই শরীরে জীবাণুনাশক স্প্রে হবে। এতে করোনাসহ অন্যান্য রোগজীবাণু থাকলে প্রবেশের সময় তা ধ্বংস হয়ে যাবে।
শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে এই জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। এতে শেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান সুমন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী,পৌর শ্রমিকলীগের সভাপতি মাজহারুল ইসলাম অপু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য শাহ জুবায়ের আহমেদ, যুবলীগ নেতা শাহ নুরুজ্জামানসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।