Logo

আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাদেলের করোনা পজিটিভ

জাগো নিউজ / ২৩৩ বার পঠিত
জাগো নিউজ : শুক্রবার, ২২ মে, ২০২০

করেসপন্ডেন্ট,জাগো নিউজ :

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, শরীরে জ্বর থাকায় গত বুধবার নাদেল নমুনা পরীক্ষার জন্য শামসুদ্দিন হাসপাতালে আসেন। পরীক্ষার পর তার কোভিড-১৯ পজিটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন। নিজের বাসায় আইসোলেশনে আছেন।

শফিউল আলম চৌধুরী নাদেল জানান,গত ৩/৪ দিন থেকে তার হালকা জ্বর ও কাশি ছিল। এর প্রেক্ষিতে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তবে শারীরিকভাবে তিনি অনেকটা সুস্থ বলে জানান। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !