আমেরিকায় অধ্যাপক আব্দুল হান্নানকে সংবর্ধনা

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ
আমেরিকার নিউইয়র্কে সফররত নবীগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা অধ্যাপক আব্দুল হান্নানকে সংবর্ধনা দিয়েছে অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স সংগঠন।
গত ১২ই জুন সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারের আল আকসা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি মোঃ হাছান আলীর সভাপতিত্বে ও ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার অব ল খ্যাত বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ এন মজুমদার।
সভার শুরুতে নবীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি অধ্যাপক আব্দুল হান্নানকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃ দুদু মিয়া।
সভায় বক্তব্য রাখেন কমিউনিটি লিডার আব্দুস শহীদ, এ ইসলাম মামুন, জালাল মিয়া, মর্তুজ আলী মেম্বার,খসরু আহমেদ,সাংবাদিক শেখ শফিকুর রহমান,কবি আবু তাহের চৌধুরী,কেরামত আলী,মোঃসোহেল মিয়া,রবিউজ্জামান,জালাল চৌধুরী,শেখ আক্তার হোসেন নানু প্রমূখ। বক্তাগণ অধ্যাপক আব্দুল হান্নান এর বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন।
সংবর্ধিত ব্যক্তিত্ব আব্দুল হান্নান বলেন অবহেলিত নবীগঞ্জবাসীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ১৯৮৪ ইং সনে নবীগঞ্জ কলেজ প্রতিষ্টা থেকে শুরু করে আজ পর্যন্ত আমি নিজের সাধ্য মত মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। যখন যেখানে যতটুকু পারি নিজের সাধ্যমত সহযোগীতা করে যাচ্ছি। তিনি আরো বলেন শিক্ষা ক্ষেত্রে আগ্রহী করে তুলার জন্য সুদুর যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে প্রতিষ্টা করা হয়েছে। ঐ ট্রাষ্টের তত্বাবধানে নবীগঞ্জে আইসিটি সেন্টার চালু করা হয়েছে। তাছাড়াও নিজের ব্যক্তিগত তহবিল থেকে তিনি প্রতি বছর নবীগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দিয়ে থাকেন।

