আজমিরীগঞ্জে ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের উদ্যোগে পিপিই বিতরণ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২০, ৭:৫১ অপরাহ্ণহবিগঞ্জের আজমিরীগঞ্জে ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ এর সৌজন্যে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পিপিই ও হ্যান্ড সেনিটাইজার প্রদান করা হয়েছে । ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ এর পক্ষ থেকে ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা সুদর্শন সেনের হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন ৷
এসময় আবু হেনা মোস্তফা কামাল বলেন –মহামারী করোনার সময়ে নিজের জীবনের ঝুকি নিয়ে ডাক্তার, নার্স,স্বাস্হ্য কর্মীরা মানুষের সেবা করে যাচ্ছেন ৷ এসকল করোনা যুদ্ধাদের সম্মানে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ৷
আমরা পর্যায়ক্রমে হবিগঞ্জ জেলার প্রতিটি স্বাস্হ্য কমপ্লেক্সে,ক্লিনিকে এই সুরক্ষা সামগ্রী পৌঁছে দিব ৷
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জনাব নাজমুল হাসান, ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের সমন্নয়ক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম – সমন্নয়ক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকত, আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক,সহ- সভাপতি আবু হেনা,মিলাদ মাহমুদ , সেনেটারি ইন্সপেক্টর আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়, ঠিকাদার নজরুল ইসলাম ডাক্তার, ঠিকাদর আবুল কাসেম ও মোঃ নুরুল হক প্রমুখ ।