হবিগঞ্জের আজমিরীগঞ্জে বদলপুর ইউনিয়নের পাহাড়পুর-ঝিলুয়া সড়কে ইজিবাইক উল্টে মিনহাজ কাপ্তান মিয়া (২৫) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন।
সোমবার (১৪ মার্চ) সকালে বানিয়াচং উপজেলার লক্ষীবাওর জলাবন ও আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের বাগ মহল্লার মৃত মোবারক মিয়ার ছেলে মিনহাজ কাপ্তান ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নিজাম উদ্দিন নামে এক কর্মকর্তা বানিয়াচং থেকে সুনামগঞ্জ যাওয়ার পথিমধ্যে দেখতে পান একটি ইজিবাইক উল্টো অবস্থায় খাদে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেন। পরে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক ও মৃত অবস্থায় ইজিবাইকের চালক কাপ্তান মিয়াকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় আবদনের প্রেক্ষিতে বানিয়াচং উপজেলা চেয়ারম্যানসহ লাশটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।