Logo

অশ্লীল ছবি-ভিডিও বিক্রি : মোবাইল কোর্টে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১

image_pdfimage_print

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অশ্লীল ছবি-ভিডিও বিক্রির দায়ে কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে নামে সাগর দাস (২২) নামে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাগর দাশ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের রনি দাসের ছেলে।

জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে অশ্লীল ছবি-ভিডিও বিক্রির দায়ে কম্পিউটারের দোকানের ব্যবসায়ী সাগর দাশ (২২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে কম্পিউটারের পিসি জব্দ করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !