Logo

অর্থ পাচার মামলায় পাপিয়া দম্পতিসহ চারজন কারাগারে

জাগো নিউজ
জাগো নিউজ : সোমবার, জুলাই ২৭, ২০২০

image_pdfimage_print

অর্থ পাচার মামলায় শামীমা নূর পাপিয়া দম্পতিসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্যরা হলেন, পাপিয়ার স্বামী মফিজুর রহমান, তাদের দুই সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবা নূর। সোমবার ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর-রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. ইব্রাহীম মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় মফিজুর রহমানের আইনজীবী আদালতে তাকে নির্দোষ দাবি করে জামিন প্রার্থনা করেন। অপরদিকে পাপিয়া ও তাদের দুই সহযোগীর জন্য জামিন আবেদন করেনি। পরে আদালত মফিজুর রহমানের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানো আদেশ দেন।

এদিকে, গত ২৯ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. মনিরুজ্জামান অর্থ পাচার নিয়ন্ত্রণ আইনের অধীনে গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !