অবৈধ ভাবে বালু-মাটি উত্তোলন : মোবাইল কোর্টের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২১, ৫:৪৮ অপরাহ্ণ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীর চর থেকে অবৈধ ভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট । এসময় দুটি ড্রেজার মেশিন-পাইপ জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেনজাপাড়া এলাকায় খোয়াই নদীর চর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু-মাটি উত্তোলন করে আসছিল একটি অসাধু চক্র।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ভাবে বালু-মাটি উত্তোলনে জড়িত থাকার দায়ে বাবুল মিয়া (৫৫) এক ব্যক্তিকে বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (ক) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় নদীতে থাকা দুইটি ড্রেজার মেশিন পাইপসহ জব্দ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম- মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

